Written by 5:27 pm News

৩০০ কোটি টাকায় হাশেম চালকল কিনছে আকিজ গ্রুপ

Prothom alo
Walton and Herlan Ads

রাজশাহীর গোদাগাড়ীতে ২০১৮ সালে প্রায় দেড় শ কোটি টাকা খরচ করে স্বয়ংক্রিয় চালকল তৈরি করেছিল সজীব গ্রুপ। হাশেম রাইস মিলস লিমিটেড নামে এই প্রতিষ্ঠানে ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে সিন্ডিকেট ঋণ দেয় ১৪৪ কোটি টাকা। পরে ব্যাংকগুলো আরও দেড় শ কোটি টাকা চলতি মূলধন ঋণ দেয়। তবে এত দিনেও উৎপাদন সক্ষমতার অর্ধেকও ব্যবহার হয়নি চালকলটির। এর ফলে ব্যাংকঋণ শোধ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে মিলটি বিক্রি করে দিচ্ছে সজীব গ্রুপ। আর চালকলটি কিনে নিচ্ছে শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের আকিজ রিসোর্সেস লিমিটেড।Prothom alo

মিলটিতে ঋণদাতা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এরই মধ্যে হাশেম রাইস মিলের মালিকানা পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এর ফলে রাইস মিলের ঋণ সজীব গ্রুপ থেকে আকিজ গ্রুপের নামে স্থানান্তরিত হচ্ছে। পাশাপাশি এই ঋণের জন্য ব্যাংকগুলোতে আকিজ সিমেন্ট করপোরেট গ্যারান্টি দিয়েছে। আগামী মাসের মধ্যে মিলটির মালিকানা বুঝে নেবে আকিজ গ্রুপ। নারায়ণগঞ্জে সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনার পর চালকলটির মালিকানার হাতবদল প্রক্রিয়া দ্রুত হয়েছে বলে সূত্র জানায়।

আকিজ রিসোর্সেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিনহাজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কৃষি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চাই। চালের গুণগতমান ও দাম স্থিতিশীল রাখতে আমরা কাজ করব। এ জন্য চাল মিলটি অধিগ্রহণ করা হচ্ছে। আগামী মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। মিলটি নিতে ঋণের বাইরে আর কোনো টাকা দেওয়া হবে না।’

Share this on
Close