Written by 8:54 pm Practitioners Academy - Training and Courses

Brand Brief to Execution Course – one day workshop by Syeda Jhumur

BPB Blog Post Design
Walton

Brand Brief to Execution 13 january 2023

Brand Brief to Execution – one day workshop by Syeda Jhumur

বিজ্ঞাপন সেক্টরে কাজ করতে চান? ব্র্যান্ড কম্যুনিকেসানে আরও ভাল করতে চান? থাকুন আমাদের সাথে…

ব্র্যান্ডের কাছ থেকে কমিউনিকেশন ব্রিফ পাওয়ার পর প্রোডাক্ট ও টিজি আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে ব্র্যান্ড আর্কিওটাইপ, বিগ আইডিয়া, ক্রিয়েটিভ ব্রিফ, কম্যুনিকেসান ডেভেলপমেন্ট, এক্সিকিউসান এবং কম্যুনিকেসন রিপোর্টিং করতে হয় এডফার্মগুলোকে। লম্বা এই ক্রিয়েটিভ কাজের নানা পর্যায়ে বিভিন্ন ধরণের বিজ্ঞাপনকর্মী কাজ করেন। নতুন নতুন ব্র্যান্ড বাজারে আসার সাথে সাথে বিজ্ঞাপন ও বিভিন্ন ধরণের কম্যুনিকেসন ক্যাম্পেইনের চাহিদা বাড়ছে। পাশাপাশি বাড়ছে দক্ষ লোকের চাহিদা। বিজ্ঞাপনী সংস্থাগুলোতে এখনও দক্ষলোকের অভাব রয়েছে। এই ঘাটতিকে মাথায় রেখে প্র্যাক্টিশনার্স একাডেমি নিয়ে এসেছে দিনব্যাপী “ব্র্যান্ড ব্রিফ টু এক্সিকিউসান” কোর্স।

Brand Brief to Execution 13 january 2023

Brand Brief to Execution 13 january 2023

 

টপ অফ মাইন্ডস এবং মেলোনেডস এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদা উম্মে সালমা ঝুমুর এই সেসানটি পরিচালনা করবেন। ঝুমুর বাংলাদেশের ব্র্যান্ড মার্কেটিং-এর খুব পরিচিত ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং থেকে পাশ করে ২০০৩ সালে ইউনিট্রেন্ডের সাথে তার পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ইন্টারস্পিড অ্যাডভারটাইজিং লিমিটেড এবং এসিআই লজিস্টিকস লিমিটেডে কাজ করেন। তিনি ২০১০ সালে মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে টপ অব মাইন্ডে যোগদান করেন। ১৯ বছরেরও বেশি সময়ের এই কর্মজীবনে নেসক্যাফে, নিডো, বাংলালিংক, কোকা-কোলা, পারফেটি ভ্যান-মেলে, প্যারাসুট, ইমামি, স্বপ্ন, রহিমআফরোজ, ব্র্যাক ব্যাংক এবং রানার বাংলাদেশের মতো লোকাল ও মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের জন্যে কাজ করেছেন তিনি।

সাইয়্যেদা ঝুমুরের এই ৮ ঘন্টার ট্রেনিং আমাদের এজেন্সি এবং ব্র্যান্ড প্রফেশনালদের বিজ্ঞাপন ও কম্যুনিকেসন ক্যাম্পেইন তৈরী ও এক্সিকিউসান বিষয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে সাহায্য করবে।

Course content:
• Product brand understanding.
• Market/ TG understanding
• Brand archetypes
• Content pillars
• Campaign plan
• Campaign execution
• Campaign reporting

সেসানের ফাঁকে ফাঁকে কিছু ‘গ্রুপ ওয়ার্ক’ আর ‘এসো নিজে করি’ টাইপের কাজ আছে । ঝুমুর আপুর সাথে সংলাপ এবং প্রশ্ন-উত্তরতো থাকছেই। অংশগ্রহণকারীদের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমেও সামগ্রিক আন্ডারস্টান্ডিং আরও বৃদ্ধি পাবে।

সিট সংখ্যা: মাত্র 30 জন
খরচ: ৭০০০ টাকা
আর্লিবার্ড অফার: ৫০০০ টাকা
রেজিস্ট্রেসান লিংক: https://t.ly/06ri
ট্রেনিং তারিখ: ১৩ জানুয়ারি ২০২৩
সময়: সকাল ৯টা ৩০ থেকে বিকাল ৫টা ৩০
স্থান: প্রথম আলো কনফারেন্স হল, কাওরান বাজার, ঢাকা
ফোন : +8801511111001

Share this on
Close