Written by 5:17 pm Brand Practitioners, Events, Marketing Fest, News, PR

Nestlé Food & Beverage Marketing Fest powered by Naga Mojo In Association with HungryNaki

WhatsApp Image 2021 04 01 at 7.20.54 PM
Walton and Herlan Ads

Registration Poster 2

‘Refreshing & Nourishing Possibilities’ থিম নিয়ে ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করছে Nestlé Food & Beverage Marketing Fest powered by Naga Mojo & HungryNaki।

খাদ্য এবং পানীয় আমাদের জীবনে নিত্যদরকারী পণ্য। খাদ্যপণ্যের ব্র্যান্ডগুলো করোনার মাঝে নানান সমস্যাকে মোকাবেলা করে নিয়মিত পণ্য উদপাদন করার পাশাপাশি সেগুলোকে ভোক্তার দোড়গোঁড়ায় পৌঁছে দিয়ে মানুষের পাশে থেকেছে। অনেক শিল্প ক্ষতিগ্রস্থ হলেও এগিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায় সূচক। যদিও ক্ষতিগ্রস্থ হয়েছে আইসক্রিম, কোমল পানীয়সহ কিছু কিছু ব্যবসা। বাজারে এসেছে নতুন নতুন পণ্য, প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবারের চাহিদা বাড়ছে। বদলে গেছে প্রচারণা এবং ডিসট্রিবিউসনের ধরণ। সার্বিকদিক বিবেচনা করে শুধু এই খাদ্যশিল্পের মার্কেটিং-এ প্রচলিত তত্ত্বগুলোর কার্যকর ব্যবহার, নতুন নতুন আইডিয়া, সমন্বিত ভাবনা এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্যেই এই প্রোগ্রামের আয়োজন করেছে দেশের মার্কেটিং পেশাজীবীদের প্রধান কম্যুনিটি।

অনলাইনে ৩ দিনের এই প্রোগ্রামে ১২টিরও বেশী ইন্টারএক্টিভ সেসানে ফুড এন্ড বেভারেজ মার্কেটের বর্তমান অবস্থা, বৈশ্বিক অবস্থা, ভোক্তাদের আচরণ, প্রতিযোগিতা, মার্কেট প্লেয়ার, নতুন পণ্য উদ্ভাবন, সেলস এন্ড সাপ্লাই চেইন, প্যাকেজিং, শেলফ লাইফ এন্ড ড্যামেজ কন্ট্রোল, নিউ ফুড, সেইফ ফুড, মার্কেটিং কম্যুনিকেসান, ক্যারিয়ার, মিডিয়া এন্ড টুলস, রিসার্চ এন্ড অব্জারভেসানসহ দরকারী বিষয়ে আলোচনা করবেন ফুড এন্ড বেভারেজ শিপ্লের উদ্যোক্তা, প্রধান নির্বাহী, মার্কেটিং হেড, ব্র্যান্ড ম্যানেজার, সেলস এন্ড সাপ্লাই চেইন পেশাজীবী, মার্কেট অডিটর, মার্কেট রিসার্চার, এজেন্সি পেশাজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। ০৩ এপ্রিল রাত ০৮টায় এই প্রোগ্রাম শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এরপর ০৯ এবং ১০ এপ্রিল একই সময়ে দরকারী সেসানগুলো অনুষ্ঠিত হবে। কেস স্টাজিস, কিনোট সেসান এবং প্যানেল ডিসকাসনসহ সেসানগুলোতে যোগ দেবেন ২৭ জনেরও বেশী আলোচক এবং প্র্যাক্টিসনার্স! মানুষের প্রধান এই মৌলিক চাহিদার মার্কেটিং নিয়ে এই ৮ দিন মেতে থাকবেন ফুড এন্ড বেভারেজ মার্কেটিং পেশাজীবীরা এমনই ধারণা করছেন আয়োজকেরা। 

এই প্রোগ্রামের টাইটেল স্পন্সরঃ নেসলে, পাওয়ার্ড বাই স্পন্সরঃ নাগা মোজো এবং হাংরিনাকি।

অন্যান্য পার্টনারগুলোর মাঝে স্ট্র্যাটেজিক পার্টনার: প্রথম আলো ডট কম, বিস্কুট পার্টনার: ফ্রেশ বিস্কুটস, নুডুলস পার্টনার: ম্যাগী, মিল্ক পার্টনার: নিডো, কফি পার্টনার: নেসক্যাফে, ব্রেকফার্স্ট সিরিয়াল পার্টনার: কোকো ক্র্যাঞ্চ, ক্র্যাকার পার্টনার: রোমানিয়া লেক্সাস, স্পাইস পার্টনার: এসিআই পিওর গুঁড়া মশলা, হট বেভারেজ পার্টনার- ড্যানিশ সিমলা, জুস পার্টনার: ফ্রুটিকা, ন্যাচারাল ফুড পার্টনার: পুর্নাভা, কুরিয়ার: ইকুরিয়ার, নলেজ পার্টনার: মার্কটেল, টিভি পার্টনার: দীপ্ত টিভি, লাইভ পার্টনার: ভাইসব ডিজিটাল, মিডিয়া পার্টনার: এডস অফ বাংলাদেশ, ডিজিটাল পার্টনার: এডফিনিক্স, ক্রিয়েটিভ পার্টনার: বাযুকা কমিউনিকেশান।

সার্বিক দিক বিবেচনা করে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে জুম প্লাটফর্মে। তিনদিনের এই প্রোগ্রামের ফি রাখা হয়েছে মাত্র ১১০০ টাকা। সরাসরি জুমে অংশগ্রহণকারীরা পাবেন প্রোগ্রামের স্যুভেনির, টি-শার্ট, পার্টিসিপেসান সার্টিফিকেট। 

টিকেট লিংক: https://t.ly/AHHR

ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট প্রোগ্রামটি মার্কেটিং, ব্র্যান্ড, এজেন্সি পেশাজীবী এবং বিক্রয় পেশাজীবীদের জন্য অনন্য ভূমিকা রাখবে এমনটি জানিয়েছেন ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর কম্যুনিকেসান প্রধান মুহাম্মাদ আব্দুল্লাহ।

Share this on
Close