Written by 12:06 pm Events, PR

আকিজ বেকার্স লিমিটেড এর ফানটাস্টিক কেক লঞ্চিং

Funtastic Cake Launching
Walton

আকিজ বেকার্স লিমিটেড ১২ নভেম্বর ২০২২ তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে সেরা উপাদান ও অত্যাধুনিক ইউরােপীয় মেশিনে তৈরি ফানটাস্টিক কেক। এই প্রতিষ্ঠানটি ১২০০ কোটি টাকা বিনিয়ােগের মাধ্যমে ২০২০ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ভােক্তাদের জন্য উৎকৃষ্ট মানের সেরা পণ্য নিয়ে বিজয়ীর বেশে বাজারে পদার্পণ করে। আজকের অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ জামিল উদ্দিন বলেন, “কোয়ালিটি নিয়ে আমরা শুরু থেকেই আনকম্প্রোমাইজড থেকেছি। বেস্ট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা আমাদের ফার্স্ট প্রায়ােরিটি।

২০২১ সালের নভেম্বর মাসের ২৪ তারিখে ফানটাস্টিক কেক এর যাত্রা শুরু করি, এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই শুরু করার মাত্র ১ বছরের মধ্যে আমারা বাংলাদেশের কেক মার্কেটে দ্বিতীয় অবস্থানে চলে এসেছি, আলহামদুল্লিলাহ। প্রথম স্থানে যে কোম্পানিটি আছে সেই কোম্পানি দীর্ঘ ১৪ বছর যাবৎ কেক মার্কেটে বিজনেস করছে, এবং তৃতীয় নাম্বার এ যে কোম্পানিটি আছে তারা এই কেক মার্কেটে ৭ বছর যাবৎ কাজ করছে। কেক এর মার্কেটে আমরা যে এক বছরের মধ্যে বাংলাদেশে সেকেন্ড পজিশন দখল করতে পেরেছি তার পেছনে প্রধান কারন। গুলাে হল- ১. ওয়ার্ডস বেস্ট ইউরােপিয়ান টেকনােলজি, ২. বেস্ট কোয়ালিটি র-মেটেরিয়ালস, ৩. কোয়ালিটিতে আপােসহীন আমরা আমাদের প্রােডাক্টগুলােতে ইন্টারন্যাশনাল লেভেলের কোয়ালিটি নিশ্চিত করছি কিন্তু আমরা প্রাইস রেখেছি বাংলাদেশের জনগণের সাধ্যের মধ্যে, ৪. ইন্টারনাল এবং এক্সটারনাল স্টেকহােল্ডার। আর এসবের ও উর্ধ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর অশেষ রহমত৷ ঠিক একই কারনে আমাদের অন্যান্য ব্র্যান্ডস যেমনঃ বেকম্যান’সবিস্কিটস, ফানটাস্টিক বিস্কিট, ফানটাস্টিক কেক, ইয়াম কেক, ফাস্ট ব্রেড ও বান, ফাস্ট কেক ও হাইফাইভ ওয়েফার অল্প সময়ের মধ্যে তাদের স্ব স্ব মার্কেটে যথেষ্ট ভাল অবস্থানে রয়েছে। তিনি আরাে বলেন, “ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য থেকে আমদানি করা অত্যাধুনিক মেশিনে (যেমনঃ টিটি ইতালি, কোমাস, ইমাফর্নি, ম্যাটলার টোলেডাে) সম্পূর্ণ স্বয়ংক্রিয় উপায়ে কোন রকম হাতের স্পর্শ ছাড়াই আকিজ বেকার্স লিমিটেডের সকল পণ্য উৎপাদন করা হয়। এই সব মেশিন বিভিন্ন স্বাদের সর্বোচ্চ সংখ্যক পণ্য উৎপাদনে সক্ষম।। আকিজ বেকার্স ফানটাস্টিক কেক উৎপাদনে ব্যবহার করছে স্বাস্থ্যসম্মত এ-গ্রেড ফ্লাওয়ার, চিনি, রিয়েল ক্রিম, উন্নত মানের আমদানিকৃত ফ্লেভার, ফুল ক্রিম ও স্কিমড মিল্ক পাউডার। যেহেতু ডালডা ক্রিম হিসেবে সরাসরি ব্যবহার করলে সাস্থের জন্য ক্ষতিকর এবং আমরা কখনই কোয়ালিটি তে কখনাে কম্প্রোমাইজ করি না”। আকিজ বেকার্স লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার মােঃ শফিকুল ইসলাম তুষার বলেন, “আমরা ফানটাস্টিক কেক এর মার্কেটিং টেকনিক হিসাবে প্রােডাক্ট কোয়ালিটিকে সর্বোচ্চ রেখেছি। কিন্তু প্রােডাক্ট প্রাইসিং করার সময় কনজুমারদের ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে এক্সেপ্টেবল প্রােডাক্ট প্রাইসিং করেছি। ডিস্ট্রিবিউশন টেকনিক হিসেবে ফানটাস্টিক কেক এর এভেইলেবিলিটিই শুধু নিশ্চিত করিনি; বরং বাজারে রেখেছি বেশ কয়েক প্রকারের কেক। আমাদের বিস্তৃত প্রােডাক্ট রেঞ্জ এউল্লেখযােগ্য ব্র্যান্ডগুলাে হচ্ছে – বেকম্যান’স বিস্কিট, ফানটাস্টিক বিস্কিট, ফানটাস্টিক কেক, ইয়াম কেক, ফাস্ট ব্রেড ও বান, ফাস্ট কেক ও হাইফাইভ ওয়েফার। এই ওয়াইড রেঞ্জ অফ প্রােডাক্টস দিয়ে আমরা বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছি। আমরা ফানটাস্টিক কেক বাজারে ছাড়ার আগে ইনােভেশনে প্রচুর সময় দিয়েছি। প্রােডাক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কনজুমার প্রেফারেন্সকে প্রায়ােরিটি দিয়ে ফানটাস্টিক কেক এর স্বাদ এবং মানের সমন্বয় সাধন করেছি। আপনারা দেখবেন, আমাদের ফানটাস্টিক কেক সহ অন্যান্য সকল ব্র্যান্ড এর প্রােডাক্টগুলাে কম্পেটিটরদের থেকে কোয়ালিটিতে যথেষ্ট প্রিমিয়াম। সামাজিক দায়িত্ববােধের জায়গা থেকে আকিজ বেকার্স লিমিটেড করােনাকালে কোভিড আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সে সার্ভিস দিয়েছে এবং সরকারি হাসপাতালগুলােতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন সরবরাহ করেছে। এছাড়াও সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া বন্যাদুর্গতদের সাহায্যে বিনামূল্যে খাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি ঔষধ সরবরাহ করেছে। প্রতিষ্ঠার শুরু থেকে দেশের স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকিজ বেকার্সের কারখানা পরিদর্শন করে আসছে। আকিজ বেকার্স লিমিটেড সব সময় উৎকৃষ্ট মানের সেরা পণ্যটি দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করতে চায়। ভােক্তাদের কাছে হতে চায় সমাজসচেতন একটি নির্ভরযােগ্য প্রতিষ্ঠান।

Share this on
Close