Written by 5:50 pm Practitioners Academy - Training and Courses

Graphic Design Pro Course by Afsar Abdul Hai

Graphic Design Pro Course by Afsar Abdul Hai
Walton

কেন গ্রাফিক ডিজাইনার হচ্ছেন না আপনি!

গ্রাফিক ডিজাইনার ছাড়া কোন ব্র্যান্ড চলে না। গ্রাফিক ডিজাইনার ছাড়া ডিজিটাল দুনিয়া রঙ্গিন হয়না।

সোস্যাল মিডিয়া, ওয়েব, অ্যাপস, সফটওয়্যার, গেমসের এই যুগে গ্রাফিক ডিজাইনের চাহিদা তরতর করে বাড়ছে। পাশাপাশি কর্পোরেট, ব্র্যান্ড, এডভার্টাইজিং এজেন্সি, প্রিন্ট মিডিয়া ও পাবলিকেশনে গ্রাফিক ডিজাইনারের পর্যাপ্ত লোক নেই। এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর দুনিয়া আরও বড়।

গ্রাফিক ডিজাইন একটি দুর্দান্ত দক্ষতা যা দিয়ে একজন মানুষ ক্রিয়েটিভ পন্থায় নিজেকে মেলে ধরতে পারে। শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, স্বাধীন এবং ক্রিয়েটিভ মানুষের গ্রাফিক ডিজাইনকে একটি সম্ভাব্য ক্যারিয়ার বিকল্প হিসাবে বিবেচনা করা উচিত। কারণ প্রযুক্তির এই নতুন দুনিয়ার গ্রাফিক্সের কাজের হার বাড়ছে।

গ্রাফিক ডিজাইনার হবেন কেন?

  • মূল কারণ ডিজাইন এবং ব্র্যান্ডিং ঘনিষ্ঠভাবে যুক্ত। গ্রাফিক ডিজাইন মার্কেটিং এর কাজগুলকে সফল করতে সাহায্য করে এবং কোম্পানিকে লাভের দিকে এগিয়ে নিয়ে যায়।
  • সুন্দর সুন্দর কাজ করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারেন আপনি।
  • ক্রিয়েটিভ কাজের ক্ষেত্র অনেক মজাদার এবং উত্তেজনাকর। অন্যদের মত বোরিং কাজ করতে হয় না গ্রাফিক ডিজাইনারদেরকে।
  • বিশাল ক্যারিয়ার ক্ষেত্রে কাজ করেন গ্রাফিক ডিজাইনাএরা। কর্পোরেট জব, নিজের ব্যবসা বা ফ্রিল্যান্সিং করে অনেকদূর এগিয়ে যাবার সুযোগ থাকে এই পেশায়।
  • গ্রাফিক ডিজাইনাররা সমস্যার সমাধান করেন, এইভাবে তাদের মন বেশ ব্যস্ত থাকে, তাদের প্রতিটি দিন ভিন্ন এবং নতুন হয়ে থাকে।
  • সীমাহীন সৃজনশীল এই দুনিয়া আপনাকে সারাজীবন মুগ্ধ করবে, আপনাকে রাখবে চিরতরুণ।
  • গ্রাফিক ডিজাইনার মেধার সাহায্যে যে কাজ করে তা অনেক অনেকদিন ধরেই এই দুনিয়ার দরকার হবে।
  • বর্তমান এবং ভবিষ্যতের অনেক কাজের সুযোগ খুলে দেয় এই কাজের দক্ষতা। একজন গ্রাফিক ডিজাইনারের পক্ষে ভিডিও এডিটিং, এনিমেশন, থ্রিডি, মোশন গ্রাফিক্স, ইউআই ডিজাইন, গেমিং, কোডিং পেশায় যাওয়া অনেক সহজ হয়ে থাকে।

কিন্তু কিভাবে শুরু করবেন গ্রাফিক ডিজাইন? কোন পথে এগোবেন? কি কি জানতে হবে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে?

প্র্যাক্টিশনার্স একাডেমি থেকে গ্রাফিক ডিজাইনের উপর আয়োজন করেছি ৩০টি ক্লাসের “Learn Graphic Design as a Pro’ কোর্সটি।

এই কোর্সটি পরিচালনা করবেন আফসার আব্দুল হাই। আফসার একজন সিনিয়র আর্ট ডিরক্টর। বিশ বছরেরও বেশী ক্যারিয়ারে তিনি কাজ করেছেন এশিয়াটিক, মাইন্ডট্রি, স্যানমার কমিউনিকেশনের মতো এজেন্সিগুলোতে। কর্পোরেট আইডেন্টিটি, লোগো, ক্যাম্পেইন, প্রিন্ট এড, পাবলিকেসান, এক্টিভেসান, ডিজিটাল, টিভিসি, ওভিসিসহ নানান ক্ষেত্রে নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আফসার। পেপসি, গ্রামীণফোন, রবি, এসিআই, বার্জার, প্রাণ-আরএফএল, বৃটিশ কাউন্সিল, বিআরবি ক্যাবলস, আকিজ সহ তিনি দেশী-বিদেশী ১২০ টিরও বেশী ব্র্যান্ডের সাথে কাজ করেছেন তিনি। তার এই দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞাতা থেকে তিনি আপনাদের সাথে গ্রাফিক ডিজনাইনে একজন দক্ষ পেশাজীবী হয়ে গড়ে উঠতে কাজ করবেন। এই কোর্সটি ভালভাবে করতে আপনার কমপক্ষে কোর আই ৩ মানের পিসি/ল্যাপটপ দরকার হবে।

Graphic Design Pro Course by Afsar Abdul Hai

Course Contents:

  • Adobe Photoshop in 10 classes (basic to intermediate)
  • Adobe Illustrator in 10 classes (basic to intermediate)
  • Creative Projects in 10 classes
  • Understanding Graphic Design: what you are doing why then how
  • Hacks & Tricks: Design Smartly to become a professional
  • Project on all print media items: Logo, Corporate Identity, Press Ads, Poster, Leaflet, Brochure, 3-fold Brochure, Book, Sticker, Dangler, Invitation Card, Envelope, all kinds of packaging, etc.
  • Event Management Design: (Stage, Gate, Banner, Cutout, Standee, T-shirts, Cap, Crest, Mug, Gift Items and All Digital Print Items)
  • Digital & Web: (Facebook Creative, Apps Creative, Website Template, Basic Video, Animated Banners, Post, 3600 Post, etc

ট্রেইনিং এর বিস্তারিত:

সময়: রাত ৮:৩০– ১০:৩০

প্ল্যাটফর্ম: জুম

কোর্স ফি: ১৮,০০০ টাকা

আর্লিবার্ড অফার: ১৪,৫০০ টাকা

(দুই কিস্তিতে প্রদান করা যাবে)

আসন সংখ্যা সীমিত।

আপনি অংশগ্রহনে আগ্রহী হলে এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন।

রেজিস্ট্রেসান লিংক: https://t.ly/zSq3

আমরা আপনাকে নিশ্চিত করে জুম লিংক পাঠিয়ে দেব।

এই ৩০ দিনের ট্রেনিং এর সুযোগকে কাজে লাগিয়ে আপনার ক্যারিয়ারকে রঙিন করুন।

Share this on
Close