কথায় আছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ ! সময় যত কঠিনই হোক না কেন মানুষ ঠিকই ঝাঁপিয়ে পরে তাকে জয় করবার জন্য । গত উইকএন্ডে এই গ্রুপের আড্ডাতেই দেখছিলাম সবার একটাই প্রশ্ন, একটাই ক্ষোভ – কেন কোম্পানীগুলো এগিয়ে আসছে না ? কেন মানুষকে সাহায্য করার জন্য কাজ শুরু করছে না ? আমি বলেছিলাম – “এই অভূতপূর্ব পরিস্থিতিতে প্রতিটা কোম্পানী কিছুটা হলেও হতভম্ব হয়ে গিয়েছে । তারপর প্রথম দফাতে সবাই যেটি করছে সেটি হচ্ছে নিজ নিজ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, সাথে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে অপারেশন চালাবে সেই প্র্যাকটিক্যাল ব্যপারগুলো ঠিকঠাক করা । মোটামুটি যখন প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠবে দেখবেন তখন সবাই সাহায্য করতে এগিয়ে আসবে । আসতে হবেই ।”
কয়েকদিনের মধ্যে দেখছি সেটি শুরু হয়ে গেছে । একে একে প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে । ইউনিলিভার, জিএসকে, ওয়ালটন, প্রাণ, ব্র্যাক, ডাবুর, পাঠাও, স্বপ্ন, ইউনিমার্ট, ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, কালের কন্ঠ, আইপিডিসি, আডা, জেসিআই… … … আমার এখনও নাম জানা হয়নি এরকম আরও কত কত প্রতিষ্ঠান ! আরলা থেকে আমরাও যুক্ত হচ্ছি একের পর এক উদ্যোগের সাথে । গত তিনদিন ধরে আরলার পুরো মার্কেটিং টিম বাসায় থেকেই সারাদিন কাজ করছে কোন কোন উদ্যোগে কি কি ভাবে যোগ হওয়া যায় সেটি নিয়ে – ঠিক মানুষটার খুঁজে বের করে কথা বলা, উপায় বের করা, ফান্ড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডেলিভারী নিশ্চিত করা, ফান্ড ট্রান্সফার করা ইত্যাদি নানান খুঁটিনাটি । আরলা থেকে আমরা কাজ করছি মূলত তিনটি বিষয়কে মাথায় রেখে – করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খাবার নিশ্চিত করা, জীবানুনাশকের ব্যবস্থা করা এবং মেডিক্যাল প্রফেশনালসদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) দেয়া ।
আস্তে আস্তে একে একে তৈরী হচ্ছে একেকটি প্ল্যাটফর্ম । Mission Save Bangladesh, বিদ্যানন্দ, মাস্তুল ফাউন্ডেশন, মানুষ মানুষের জন্য, Its Humanity Foundation… … … এরকম আরও কত কত নাম ! আমার মোবাইলে সারাদিন ধরে কল আসছে, ফেসবুক-লিংকইন আর ইমেইলের ইনবক্স ভরে যাচ্ছে অসংখ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ! প্রত্যেকেই কিছু না কিছু করতে চায় ! কেউ সাহায্য চাইছেন, কেউ বা আইডিয়া শেয়ার করছেন, কেউ বা কন্ট্যাক্ট খুঁজছেন কার কাছে যাওয়া যায় । এমনকি যারা বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করেন তাঁরাও এগিয়ে আসছেন তাঁদের সার্ভিটুকু নিয়েই । কি অসাধারণ এক সময় ! বাসায় বসে বোরড হবার অবসর কই !
জানি এই উদ্যোগ আরও বাড়তে থাকবে । যারা এখনও বিভিন্ন কারণে যোগ দিতে পারেননি, তাঁরাও কিছুটা গুছিয়ে উঠেই ঝাঁপিয়ে পড়বেন যে যেভাবে পারেন – আমি নিশ্চিত ।
শেষ করি গতকালের একটা ছোট্ট গল্প নিয়ে । আরলা’র পক্ষ থেকে গতকাল ’বিদ্যানন্দে’ এক ট্রাক ডানো দুধ পাঠানো হয়েছে । আমাদের আউটবাউন্ড লজিস্টিক পার্টনার হিসেবে কয়েকটি কোম্পানীর ভেতর ‘ট্রাক লাগবে’ একটি । যখন উনারা শুনলেন যে ট্রাক যাবে বিদ্যানন্দে নিজেরাই জিগ্গাসা করলেন ডোনেশনের জন্য কিনা ? বললাম হ্যা । ওরা বললেন “ট্রাকের ভাড়া লাগবে না, পরিবহন ফ্রী করে দেবো !”
এটাই বোধকরি মানুষের আসল রুপ । আর মানুষের অসাধারণ এই রুপটা বোধকরি বের হয়ে আসে শুধুমাত্র চরম সংকটের মুহূর্তেই । তখনই মানুষ দেখিয়ে দেয় কেন তাকে ‘আশরাফুল মাখলুকাত’ বা ‘সৃষ্ঠির সেরা জীব’ বলা হয় । পৃথিবীর বুকে এমন মানুষ থাকলে মহামারী কি আর জিততে পারে ? সে তো হেরে গেছে অনেক আগেই !
লিখেছেনঃ Galib Bin Mohammad, Head of Marketing, Arla Foods Bangladesh
#Corona #Covid19 #Hope #Humanity #StrongerTogether
মূল লেখাঃ https://www.facebook.com/photo.php?fbid=2802136533235245&set=gm.2826926327387362&type=3&av=850789868311100&eav=AfZ3wZHfs_MlMoGaWFYi8Z4T-ZzYb_rxoseupVnFAAfgP1O6RhYYw1dBNpkYgenOBJ0&theater&ifg=1